অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতী হামলার সমালোচনা করেছে জাতিসংঘ


আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন সংক্ষেপে UNAMA আজ সেখানে আত্মঘাতী বোমা হামলার নিন্দে করেছে। ঐ আক্রমণে ৩৫ জন নিহত এবং আরো শতাধিক লোক আহতম হয়েছে।

এক বিবৃতিতে UNAMA বলেছে যে ঘন বসতিপুর্ণ এলাকাগুলোতে অব্যাহত আত্মঘাতী আক্রমণ যুদ্ধাপরাধ বলে গণ্য করা হতে পারে। এই বিবৃতিতে দায়ী ব্যক্তিদের তাতক্ষনিক জবাবদিহিতার কথা বলা হয়েছে।

নানগারহার প্রদেশের পুলিশ প্রধান , ফজল আহমেদ শিরজাদ সংবাদদাতাদের বলেন যে আজ শনিবার পুর্বাঞ্চলের জালালাবাদ শহরে একটি ব্যাঙ্কের সামনে এই আক্রমণের ঘটনাটি ঘটে। ঐ ব্যাঙ্ক থেকেই সরকারী কর্মচারিরা তাদের বেতনের টাকা তোলেন ।

তালিবান এই হামলার খবর অস্বীকার করে , একে তাদের কথায় শয়তানি কর্মকান্ড বলেছে।

XS
SM
MD
LG