অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্র সমাধান এখন হুমকির সম্মুখীনঃ জাতিসংঘের দূত


মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্র সমাধান এখন হুমকির সম্মুখীনঃ জাতিসংঘের দূত
মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্র সমাধান এখন হুমকির সম্মুখীনঃ জাতিসংঘের দূত

জাতিসংঘের মধ্যপ্রাচ্য দূত বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি না হলে, ইসরায়েলি ফিলিস্তিনী সংঘাতের দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা আগামী বছর আর থাকবে না।

মঙ্গলবার রবার্ট সেরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন শান্তি চুক্তি অর্জনের একটা গুরুত্বপূর্ণ বছর হচ্ছে ২০১১। তিনি, মধ্যস্থতায় তৃতীয় পক্ষের জোরালো ভূমিকার আহ্বান জানান। এর মধ্যে মধ্যপ্রা্চ্যে শান্তির বিষয়ে চতুরপক্ষিয় আলোচক – যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং রাশিয়ার অন্তর্ভুক্তির কথা তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়ক বলেন ২০১১ সালের গোড়াতে চারটি দেশের নেতারা বৈঠকে বসবেন।

পশ্চিমতটে ইহুদি বসতি স্থাপনা নির্মান বন্ধ করতে ইসরায়েল যে অস্বীকার করেছে সেরি তাকে “অনেকটা পিছিয়ে যাওয়া” বলে আখ্যায়িত করেছেন।

XS
SM
MD
LG