অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয়ে বৃটেনের প্রস্তাব নিয়ে জাতিসংঘের কূটনীতিকদের আলোচনা



জাতিসংঘের কূটনীতিকরা সিরিয়া বিষয়ে বৃটেন যে একটি প্রস্তাব পেশ করেছে তা নিয়ে আলোচনা শুরু করেছেন। ঐ প্রস্তাবিত প্রস্তাবে সিরিয়ার জনগণের ওপরে সেদেশের সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তার নিন্দা জানানো হয়েছে।

আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চিন এবং বৃটেন ঐ প্রস্তাবটি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন।

প্রস্তাবটিতে সিরিয়ার জনগণকে রাসায়নিক অস্ত্রের আক্রমন থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

বৃটেন চাইছে এই প্রস্তাবের ওপরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটা ভোটি হউক।

ওদিকে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিভিন্ন দেশের নেতাদের সংগে আলোচনা করছে। সন্দেহ করা হচ্ছে যে সেখানে গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

হয়াইট হাউজ জানিয়েছে যে সাম্প্রতিক দিন গুলোতে প্রেসিডেন্ট ওবামা ব্রিটিশ প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরুণ, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁনসোয়া ওলান্দে, ক্যানাডার প্রধান মন্ত্রী ষ্টিফেন হারপার এবং অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভেন রাডের সংগে সম্ভাব্য আক্রমণ এবং এতে তাদের সহযোগীতার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
XS
SM
MD
LG