অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের প্রধান, ইরানের সঙ্গে পারমানবিক অস্ত্র তৈরির অভিযোগ তদন্তের বিষয়ে নতুন চুক্তি করতে ব্যর্থ হন


জাতিসংঘের প্রধান পারমানবিক পর্যবেক্ষক ইরান থেকে ভিয়েনা ফিরে গেছেন। ইরান পারমানবিক অস্ত্র তৈরি করছে সে বিষয়ে অভিযোগ তদন্ত করার বিষয়ে কোন নতুন চুক্তি করতে পারেন নি।

তেহরানে সর্বসাম্প্রতিক আলোচনায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পক্ষে নেতৃত্ব দেন হারম্যান ন্যাকার্টস। তিনি বৃহস্পতিবার বলেন দু পক্ষ কোন মতৈক্য চুড়ান্ত করতে ব্যর্থ হয়। আলোচনায় কোন অগ্রগতি হয়েছে কিনা তা বলতে তিনি অস্বীকার করেন।

এ ছাড়াও বৃহস্পতিবার এই নতুন ইঙ্গিত পাওয়া যায় যে পারমানবিক সক্ষমতা দ্রুত অর্জনের লক্ষ্যে ইরান নতুন কিছু পদক্ষেপ নিচ্ছে।

Washington Post পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে তেহরান সম্প্রতি চীনের কাছ থেকে তাদের centrifuge গুলোর জন্য হাজার হাজার গোলাকৃতির ওতি উচ্চ মানের চুম্বক কিনতে চেষ্টা করেছে। ওই চুম্বকইরানের কাছে বিক্রি করার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। এটা সুস্পষ্ট নয় যে চুম্বকঅর্জনের ইরানী প্রচেষ্টা সফল হয়েছে কিনা।
XS
SM
MD
LG