অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট ইরাকে যুদ্ধোপরাধ করে থাকতে পারে : জাতিসংঘ


জাতিসংঘের মানবাধিকার প্রধানের দপ্তর থেকে আজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে কথিত ইসলামিক স্টেট নামের জঙ্গি গোষ্ঠিটি ইয়াজিদি সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা সহ , ইরাকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ ঘটিয়ে থাকতে পারে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদকে দেওয়া নথিপত্রে হত্যা , গুম, নির্যাতনএবং অন্যান্য ধরণের অত্যাচার সম্পর্কে ঐ সব হামলার শতাধিক স্বাক্ষী এবং প্রাণে রক্ষা পাওয়া লোকজন বিস্তারিত বর্ণনা দিয়েছেন। গত বছর জুন মাসে জঙ্গিরা ইরাকের বিশাল এলাকা দখল করার পর এই সব ঘটনা ঘটে।

এতে ইরাকের পরিস্থিতি বিবেচনার জন্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। ইরাকী সরকারকে অধিকার লংঘনের অভিযোগের বিষয়ে তদন্ত চালানোর আহ্বান জানানো হয়েছে।

ঐ রিপোর্টে অবশ্য বলা হয়েছে যে ইরাকী সৈন্য এবং তাদের সাথে সম্পৃক্ত মিলিশিয়া গোষ্ঠি যে অসামরিক লোকজনের ওপর আক্রমণ লুটতরাজ , হত্যা ও নির্যাতনের মতো অপরাধ সংঘটন করেছে, তার ও কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে।

XS
SM
MD
LG