অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী বলেছেন- জনগন চাইলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন


লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন- জনগন চাইলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন।ওদিকে, জেনিভায়, আজকেই – লিবিয়ার জন্যে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত দেশটির যুযুধান দল-উপদলগুলোকে,এ মাসের শেষতক একটি জাতীয় সংহতি সরকারের প্রশ্নে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আব্দুল্লা আত্ থিন্নি দর্শক-শ্রোতাতের কড়া কড়া সব প্রশ্ন-জিজ্ঞাসার মুখোমুখি হন।দর্শক-শ্রোতারা পরিষেবার অনুপস্থিতি নিয়ে সরকারকে দোষারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন-জনগনের এটাই যদি ফয়সলা হয়তো, রবিবার নাগাদ তিনি ইস্তফা দেবেন।সরকারের জনৈক মূখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন- মি:থিন্নির মন্তব্য আনুষ্ঠানিক কোনো পদত্যাগ রুপে গ্রহনযোগ্য নয়।এঁর সরকারের গদী রয়েছে পূর্বাঞ্চলের তবরুক শহরে- আর ওদিকে,রাজধানী ত্রিপোলিতে গদ্দীনশিন রয়েছে ইসলামপন্থী মদতপুস্ট সরকার- আর এরই মাঝে লিবিয়া রয়েছে বিখন্ডিত আবস্থায়।গতকাল মঙ্গলবারেই প্রতিদ্বন্দী পক্ষগুলোর আলোচনা নবতর উদ্যমে আবার শুরু হয়।

জাতিসংঘের দূত বার্ণাডিনো লিওন বলেছেন-বিবদমান পক্ষগুলোর সকল সদস্যের অংশগ্রহনের মধ্যে একটা শূভ লক্ষণ গোচরে আসছে, আর সেটা হলো যে, পরবর্তী সপ্তাহ তিনের ভেতরেই রফা একটা হয়ে যেতেই পারে।সেপ্টেম্বরের গোড়ার দিকে চুক্তি অনুমোদনের পক্ষে রায় দেবার জন্যে সবার প্রতি আহ্বান জানান তিনি।

XS
SM
MD
LG