অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার অন্যান্য স্থানেও নতুন প্রস্থে আবার লড়াই-সংঘাত আরম্ভ হয়েছে


সিরিয়ায় উপস্থিত জাতিসংঘ পর্যবেক্ষকেরা দামেস্ক থেকে রওনা হয়েছেন , গত বৃহস্পতিবার দেড় শ’রও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে যে স্থানটিতে সেখানে গিয়ে হাজির হবার উদ্দেশে । ইতিমধ্যে দেশটির অন্যান্য স্থানেও নতুন প্রস্থে আবার লড়াই-সংঘাত আরম্ভ হয়েছে বলে বিরোধী পক্ষিয় মতাদর্শিদের সূত্রে জানা গিয়েছে ।

দলটি রওনা হয়েছেন শনিবারে , হামা প্রদেশের সূন্নী অধ্যুষিত কৃষি প্রধাণ একটি গ্রাম ত্রেমসে থেকে ।

ইতিমধ্যে সিরিয়ার অধিকার গোষ্ঠী Observatory for Human Rights ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছে শনিবারদিন সরকারী সৈন্যেরা দক্ষিনী শহর খিরবেত ঘাযালেহ-র ওপর প্রচন্ড রোষে আক্রমন চালিয়ে যাচ্ছে । তামাম সিরিয়া জুড়ে সরকার বিরোধী সংশ্লিষ্ট সহিংসতায় কমসে কম ৩১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বিরোধী পক্ষিয়দের পক্ষ থেকে বলা হচ্ছে ।

শুক্রবার জাতিসংঘ দূত কোফি আনান , তাঁর কথায়, ত্রেমসে’র নৃশংসতার জন্যে সরকারী বাহিনী ও মিলিশিয়া জোয়ানদেরকে দোষারোপ করেছেন । সিরিয়ার সরকারী সংবাদ মাধ্যম ব্যাপক হত্যাযজ্ঞের জন্যে দায়ি করছে দূর্বৃত্তদেরকে ।

XS
SM
MD
LG