অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা পরিষদে এককাট্রা সিদ্ধান্ত গ্রহনের ব্যর্থতা বাশার আসাদ সরকারের অবস্থানকে মজবুত করে দিয়েছে-নভী পিল্লাই


নিরাপত্তা পরিষদে এককাট্রা সিদ্ধান্ত গ্রহনের ব্যর্থতা বাশার আসাদ সরকারের অবস্থানকে মজবুত করে দিয়েছে-নভী পিল্লাই
নিরাপত্তা পরিষদে এককাট্রা সিদ্ধান্ত গ্রহনের ব্যর্থতা বাশার আসাদ সরকারের অবস্থানকে মজবুত করে দিয়েছে-নভী পিল্লাই

সিরিয় বাহিনীর সৈন্যেরা বিদ্রোহ আন্দোলনের উত্সস্থল হোম্সে তাদের হামলা তত্পরতা আরো বাড়িয়ে তুলেছে – মতাদর্শি সংগ্রামীদের কথায় যা কিনা দিন কয়েকের ভেতরের সবচেয়ে প্রচন্ড রোষের আক্রমন অভিযান । এরই ঠিক আগে দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিভাগীয় প্রধান নভী পিল্লাই হূঁশিয়ার করে বলেছিলেন – এধরনের অবদমনের হামলা মানবতা বিরোধি অপরাধ রূপে পরিগনিত হয়ে থাকে ।

স্থানিয় সমন্বায়ক কমিটি সমুহের বিরোধি পক্ষিয় গ্রুপ বলছে হোম্স এখন নৃশংস আগূনে গোলার কবলে পড়েছে । প্রত্যক্ষদর্শিরা জানাচ্ছেন – খাদ্য ও জ্বালানী সংকট দেখা দিয়েছে – এন্তার গোলাগুলির কারনে দোকানপাট বন্ধ রয়েছে – মানুষজন ঘরের ভেতরে বন্দী হয়ে পড়েছেন ।

সরকারী বাহিনীর হামলার মূল লক্ষ এখন বিশেষ করে বিদ্রোহিদের নিয়ন্ত্রিত সূন্নি অধ্যুষিত বাবা আমর্ এলাকা – ১১ মাসব্যাপি আসাদ বিরোধি আন্দোলনের প্রান কেন্দ্র এই এলাকা ।

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার নভি পিল্লাই বলেছেন – নিরাপত্তা পরিষদ যে এককাট্রা হয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো , সেই তাতেই প্রেসিডেণ্ট বাশার আল আসাদের সরকারের অবস্থান আরো পোক্ত হয়েছে – সাহস বেড়ে গিয়েছে ।

ইতিমধ্যে , সিরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সোমবারে আরব লীগের মহাসচীব নাবীল এল আরাবীর সঙ্গে দেখা করেন । রাষ্ট্রদূত লি হূয়াশিন কায়রোয় সাংবাদিকদের বলেন – চীন সকল পক্ষের প্রতি সহিংসতা খতম করবার জন্যে আহ্বান জানাচ্ছে ।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে বলা হ’য়েছে – আরব লীগ মহাসচীবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের অকপট-ফলপ্রসূ আলোচনা হয়েছে ।

XS
SM
MD
LG