অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেন অসামরিক লোকদের উপর হামলার জন্য বেশী দায়ি সৌদি আরব: জাতসংঘ


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রা’আদ আল হোসেইন বলছেন যে ইয়েমেনে সৌদি নের্তৃত্বাধীন সামরিক জোটই অসামরিক লোকজনের ওপর বেহিসেবি হামলার জন্য দায়ী।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন যে এ বছরের গোড়ার দিকে সৌদি নের্তৃত্বধীন বিমান ও সাঁজোয়া বাহিনীর অভিযানে অসামরিক এলাকাগুলোকে লক্ষবস্তুতে পরিণত করা হয় এবং এর ফলে সেখানে হাসপাতাল ও স্কুলগুলো বিধ্বস্ত হয়।

জায়েদের এই বক্তব্যের ঠিক দিন দুয়েক আগেই , সুইজারল্যান্ডে জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনায় ইরান সমর্থিত মিয়া বিদ্রোহীদের প্রতিনিধ এবং প্রেসিডেন্ট আব্দু রাব্বু মনসুর হাদির সমর্থন , আরব সমর্থিত জোটের প্রতিনিধি একত্রে বসে আলোচনা করেছিলেন।

মঙ্গলবারে নিরাপত্তা পরিষদের এই উন্মুক্ত অধিবেশনে কমিশনার জায়েদের সঙ্গে যোগ দেন ইয়েমেনর রাষ্ট্রদূত ইসমাইল ওল্দ শেখ আহমেদ যিনি সুইজারল্যান্ডে এই সপ্তাহান্তের আলোচনাকে শান্তির পথে দু পক্ষের মধ্যে গভীর মতপার্থক্যের প্রকাশ ঘটেছে বলে উল্লেখ করেন।

XS
SM
MD
LG