অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেন প্রশ্নে একটি জরুরি অধিবেশন ডেকেছে


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানবিক কারণে ইয়েমেনে বিমান হামলা স্থগিত করা যায় কিনা তা আলোচনার জন্যে শনিবার একটি জরুরি অধিবেশন ডেকেছে।

সউদি নেতৃত্বাধীন কোয়ালিশন এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী বিমান হামলা চালাচ্ছে। ঐ বিমান হামলার উদ্দেশ্য হৌথি বিদ্রোহীদের অগ্রসর হওয়া ঠেকানো। ঐ বিদ্রোহীরা ইয়েমেনের একটি বড় অংশের দখল নিয়েছে।

শনিবার, জেনিভাতে International Committee of the Red Cross বলেছে, ইয়েমেনে তাঁরা মানবিক ও মেডিকেল সাহায্যের তিনটি শিপমেন্ট পাঠাতে চেষ্টা করছেন। কিন্তু কোয়ালিশনের কাছে আবেদন করেও তারা সাড়া পাননি। ঐ কোয়ালিশনই ইয়েমেনের আকাশসীমা এবং বন্দরগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

রেড ক্রস আরও জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্রধান শহর আদেনের বেশ কিছু এলাকার অধিবাসীরা গত দুদিন ধরে পানি ও বিদ্যুতবিহীন অবস্থায় আছে।

XS
SM
MD
LG