অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের রাষ্ট্র স্বীকৃতির দাবী নিয়ে আলোচনা


নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের রাষ্ট্র স্বীকৃতির দাবী নিয়ে আলোচনা
নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের রাষ্ট্র স্বীকৃতির দাবী নিয়ে আলোচনা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ সোমবার ফিলিস্তিনিদের রাষ্ট্র-স্বীকৃতির দাবীতে গৃহিত উদ্যোগ নিয়ে আলোচনা করবে বলে স্থির রয়েছে – ওদিকে ইজরায়েলী নেতারা শান্তি আলোচনা আবার শুরু করার জন্যে নিরন্তর আহ্বান জানিয়ে চলেছেন ।

ফিলিস্তিনী প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনী রাষ্ট্রের প্রতি পরিপূর্ণ অনুমোদন মঞ্জুরের জন্যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র দাখিল করেন । রবিবার তিনি পশ্চিম তটে ফিরে গেলে রামাল্লায় তাঁকে বিশাল সমবর্ধনায় অভিসিক্ত করা হয় । হাজার হাজার সমর্থকের উদ্দেশে তিনি বলেন – এ উদ্যোগ হলো ফিলিস্তিনি বসন্তের অংশবিশেষ এবং বলেন – অধিকৃত ভূখন্ডে ইজরায়েল বসত কায়েম বন্ধ করলেই কেবল শান্তি আলোচনা আবার শুরু হতে পারে ।

XS
SM
MD
LG