অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমান আছে


জাতিসংঘের পরিদর্শকরা বলেছেন সিরিয়ায় গত মাসে এক আক্রমণের সময় যে ব্যাপক ভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়, তার সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমান রয়েছে। শত শত মানুষ তাতে নিহত হয়।

সোমবার প্রকাশিত রিপোর্টে পরিদর্শকরা বলেছেন সংগৃহীত পরিবেশমূলক, রাসায়নিক এবং চিকিৎসা মূলক নমুনায় দেখা গেছে ২১ অগাস্ট দামেস্কের ঘুটা এলাকায় ভুমি থেকে ভূমিতে ক্ষেপন যোগ্য রকেট যেগুলোতে নার্ভ এজেন্ট সারিন আছে তা ব্যবহার করা হয়।

পরিদর্শকদের দায়িত্ব ছিল এটা নির্ধারন করা যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা। কারা ত ব্যবহার করেছে তা নির্ধারন করার দায়িত্ব তাদের ছিল না। যুক্তরাষ্ট্র বলছে সিরিয়ান বাহিনী হামলার পেছেন ছিল। ওয়াশিংটন বলছে গত মাসে ওই হামলায় ১৪০০র বেশি মানুষ নিহত হয়।

সিরিয়া বলেছে সরকারি বাহিনী নয়, বিদ্রোহী বাহিনী ওই হামলার জন্য দায়ী।
XS
SM
MD
LG