অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পোতে অস্ত্র বিরতির পরিকল্পনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ ভোট দেবে


Nisrin Malaji returns to her looted home in the Hanano district of eastern Aleppo, Syria, Dec. 4, 2016.
Nisrin Malaji returns to her looted home in the Hanano district of eastern Aleppo, Syria, Dec. 4, 2016.

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে সাত দিনের অস্ত্র বিরতি এবং বাধাহীন ভাবে মানবিক সাহায্য পৌছে দেওয়ার সুযোগের জন্য সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ সোমবার এক প্রস্তাবে ভোট দেবে।

প্রায় ৬ বছর আগে, গৃহ যুদ্ধ শুরু হওয়ার আগে, আলেপ্পো ছিল সিরিয়ার সবচাইতে বড় শহর। বর্তমানে ওই শহরে রুশ সমর্থিত সিরিয়ান সামরিক বাহিনী আক্রমণ অভিযান চালাচ্ছে। সামরিক বাহিনীর লক্ষ্য হচ্ছে পুর্বাঞ্চলের এলাকাগুলোতে বিদ্রোহী যোদ্ধারা যে সব স্থান দখল করে আছে, তার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া।

মিশর, স্পেইন, এবং নিউ জিল্যান্ড ওই প্রস্তাব প্রণয়ন করেছে। প্রস্তাবে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতির মেয়াদ ৭ দিন বৃদ্ধি করার কথা বিবেচনা করছে।

XS
SM
MD
LG