অ্যাকসেসিবিলিটি লিংক

মার্চ থেকে সিরিয়ায় সরকার বিরোধী গণ-অভ্যূত্থানে আড়াই হাজারের বেশি লোক নিহত


মার্চ থেকে সিরিয়ায় সরকার বিরোধী গণ-অভ্যূত্থানে আড়াই হাজারের বেশি লোক নিহত
মার্চ থেকে সিরিয়ায় সরকার বিরোধী গণ-অভ্যূত্থানে আড়াই হাজারের বেশি লোক নিহত

জাতিসংঘ বলছে, মধ্য মার্চ থেকে সিরিয়ায় যে সরকার বিরোধী গণ-অভ্যূত্থান ঘটেছে তাতে দু হাজার ছ শ ‘র-ও বেশি লোক প্রাণ হারিয়েছে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাই কমিশনার নাভি পিল্লাই সোমবার মানবাধিকার পরিষদের কাছে দেওয়া রিপোর্টে এই সংখ্যা উল্লেখ করেন। এই সংখ্যা অগাস্ট মাসের পর জাতিসংঘের দেয়া সংখ্যা থেকে যথেষ্ট বেশি। তখন অনুমান করা হয়েছিল যে দু হাজার দু’শ জন এতে নিহত হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন সহকারী জাতিসংঘের এই সংখ্যার বিরোধীতা করে সো্মবার বলেছেন এতে বড় জোর চৌদ্দশ লোক মারা গেছে। সিরিয়া সরকারের মুখপাত্র বৌসাণিয়া শাবান বলেন যে সরকারী বাহিনীর ৭০০ জন এবং বিরোধী কর্মিদের ৭০০ জন প্রাণ হারিয়েছে।

এ দিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিখ্যাত মানবাধিকার কর্মি গিয়াস মাত্তারের হত্যাকে নিন্দে করেছে। গত সপ্তায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকার সময়ে তিনি মারা যান। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী ভিক্টোরিয়া নিউল্যান্ড এই ঘটনাকে সিরীয় সরকারের ঘৃণ্য হিংস্রতা বলে এর নিন্দে জানান এবং আবারও প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আহ্বানের পুনরাবৃত্তি করেন।

XS
SM
MD
LG