অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে


সোমবার নেইটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যে তারা অস্ত্রবিরতি মানছে না। তাঁরা এখনও রুশ-পন্থী বিদ্রোহীদের জন্যে সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

তিনি বলছেন, সীমান্তের উভয় পাশেই রাশিয়া সমরাস্ত্র জড়ো করছে। এছাড়া পূর্ব ইউক্রেইনে তারা ক্রমাগত ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। সেইসাথে তারা প্রশিক্ষণও দিচ্ছে।

ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ঘোষণা দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রাশিয়ার সোচিতে প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। তাঁরা কথা বলবেন, ইউক্রেইন ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে।

ইউক্রেইন সংকটে রাশিয়ার হস্তক্ষেপের কথা রাশিয়া বরাবরই অস্বীকার করে এসেছে।

XS
SM
MD
LG