অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে সম্ভাব্য দূর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের কর্মকর্তদের


জাতিসংঘের কর্মকর্তারা ইয়েমেনে সম্ভাব্য দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তারা বলছেন যে ঐ সংঘাত পুর্ণ দেশে মানুষের দূর্দশা অকল্পনীয় পর্যায়ের হতে পারে।

এক বিবৃতিতে জাতিসংঘ খাদ্য কর্মসূচী বলেছে যে খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন লোকের সংখ্যা এখন সেখানে এক কোটি তিরিশ লক্ষ কিংবা মোট জনসংখ্যার হিসেব পাঁচ জনের একজন।

তারা বলছে যে যারা জরুরি ভাবে খাদ্য সহায়তা চায় তাদের কাছে বিনা বাধায় পৌঁছুনোর সুবিধার অভাব এবং অর্থায়নের অভাব , লক্ষ লক্ষ লোকের বিশেষ করে নারী ও শিশুদের দূর্ভিক্ষের কবলে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

নতুন করে সহিংসতার মধ্যেই এই সতর্কবার্তাটি আসলো। কর্মকর্তারা জানাচ্ছের আজই দক্ষিণের এডেন শহরে গভর্ণরের দপ্তরের বাইরে এক বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত এবং আরও দশ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান স্টেফেন ও ব্রায়ান গত কাল হুশিয়ার করে দেন যে লড়াই শিগগিরই শেষ না হলে , লড়ার জন্য আর কিছুই বাকী থাকবে না। ইয়েমেন সফর শেষে ও ব্রায়ান নিরাপত্তা পরিষদকে জানান যে তিনি যা দেখে এসছেন তাতে তিনি মর্মাহত।

XS
SM
MD
LG