অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএনএইচসিআর বলেছে বিশ্বে ৬ কোটি ৫৩ লক্ষ  মানুষ  এখন বাস্তুহারা


Number of Refugees and Prtoracted Refugee Situations
Number of Refugees and Prtoracted Refugee Situations

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর আনুমানিক হিসেব অনুযায়ী রেকর্ড পরিমানে ৬ কোটি ৫৩ লক্ষ মানুষ এখন বাস্তুহারা। গত বছরের তুলনায় এই সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। এদের মধ্যে অর্ধেক হচ্ছে শিশু।

ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রান্ডি বলেছেন বিপুল সংখ্যক মানুষ, ইউরোপ ও তার বাইরে বিত্তশীল দেশগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে।

তিনি বলেন “আপনারা যদি সমস্যার সমাধান না করেন, সমস্যা আপনাদের কাছেই আসবে। এটা একটা শক্তিশালী বার্তা। এটা একটা বেদনাদায়ক বার্তা। এটা দু:খজনক যে বিত্তশীল দেশগুলোর জনগনের এত সময় লেগেছে এটা বুঝতে। কিন্তু আমি মনে করি কার্যব্যবস্থা গ্রহণের ডাক এটা।”

বিশ্বের প্রায় ১ কোটি শরণার্থী হচ্ছে সিরিয়ান। ৩০ লক্ষ পালিয়ে গেছে প্রতিবেশি দেশগুলোতে। বাদবাকি শরণার্থী সিরিয়ার অভ্যন্তরেই বাস্তুহারা।

XS
SM
MD
LG