অ্যাকসেসিবিলিটি লিংক

ইউনিসেফের রিপোর্টে শিশুশিক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম স্থানে


UNICEF logo
UNICEF logo

আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফের রিপোর্টে শিশুশিক্ষায় প্রথম স্থান দেওয়া হল পশ্চিমবঙ্গকে। দি স্টেট অব দি ওয়ার্ল্ড চিলড্রেন দুহাজার ষোলো —এ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড’ রিপোর্টটি কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রকাশ করলেন সংস্থার কর্মকর্তারা। উপস্থিত ছিলেন রাজ্যের শিশু, নারী ও সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শশী পাঁজা (তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীও বটে)। রিপোর্টে উঠে এসেছে, সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঠিক রূপায়ণ এবং শিক্ষার অধিকার আইনের মাধ্যমে সমস্ত স্তরের শিশুদের মধ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এ রাজ্য। শুধুমাত্র তাই নয়, ভূয়সী প্রশংসা করা হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পেরও। বলা হয়েছে, আর্থিক অনুদানের ফলে শিশুকন্যাদের স্কুলশিক্ষা আরও বেশিদিন স্থায়ী হচ্ছে। তারা উচ্চশিক্ষার দিকে বেশি করে এগিয়ে যাচ্ছে। আরও বেশি বেশি করে মেয়েরা স্কুলে যাচ্ছে এবং বাল্যবিবাহের সংখ্যাও উল্লেখজনকভাবে কমে গিয়েছে। সবমিলিয়ে স্কুলে অন্তর্ভুক্তির হার প্রায় একশো শতাংশ ছুঁয়েছে। ড্রপ আউটের সংখ্যাও কমে গিয়েছে।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG