অ্যাকসেসিবিলিটি লিংক

ঝাড়খণ্ডের যাদুগোড়ায় ১৯৬৭ সাল থেকে রয়েছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি


পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের যাদুগোড়ায় ১৯৬৭ সাল থেকে রয়েছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি। দেশের পরমাণু বিদ্যুত কেন্দ্রগুলির প্রয়োজনের ২০% ইউরেনিয়াম আসে যাদুগোড়া থেকে। কিন্তু দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠেছে, ওই খনি থেকে রেডিওঅ্যাকটিভ দূষণ ছড়াচ্ছে। খনিটি স্থানীয় এলাকার ভূগর্ভস্থ জলস্তরকে তো বটেই, দূষিত করছে সুবর্ণরেখা নদীর জলও। তবে খনি চালায় যে রাষ্ট্রায়ত্ব ইউরেনিয়াম কর্পোরেশন, তারা এই অভিযোগ মানতে রাজি নয়। অভিযোগ উড়িয়ে দিয়েছে পরমাণু শক্তি কমিশনও। বিভিন্ন বেসরকারি তদন্ত অবশ্য খনিটি থেকে বিপদের কথাই বলেছে। শেষ পর্যন্ত এ নিয়ে মামলা দায়ের হওয়ার পরে বিতর্কের নিষ্পত্তি করতে ঝাড়খণ্ড হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করেছে্। তাদের রিপোর্ট এখনও বেরোয় নি।

XS
SM
MD
LG