অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে মুসলমানরা তাঁদের ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করছেন:মুহিত চৌধুরী


Police stop cars at a checkpoint near the U.S. embassy in Sanaa, Yemen, August 6, 2013. The State Department on Tuesday ordered non-essential personnel at the U.S. Embassy in Yemen to leave the country.
Police stop cars at a checkpoint near the U.S. embassy in Sanaa, Yemen, August 6, 2013. The State Department on Tuesday ordered non-essential personnel at the U.S. Embassy in Yemen to leave the country.

৯/১১ তে নিহত হয়েছিলেন মুহিত চৌধুরীর ভাইঝি। ন বছর আগে নিহত সেই আত্মীয়ে স্মৃতিচারণের পাশাপাশি মুহিত চৌধুরী মনে করেন যে এই সময়ের মধ্যে পরিবর্তন এসছে অনেক। তিনি বলেন যে এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি এটা ও মনে করেন যে এ জন্যে ইসলাম দায়ি নয় বস্তুত কোন ধর্মই হিংসা হানাহানির পক্ষে নয়।

মুহিদ চৌধুরী ৯/১১ ‘র পরে ভার্জিনিয়ায় মসজিদ প্রতিষ্ঠিত করেছেন এবং সেখানে নিয়মিত ইসলাম ধর্মীয় আচার আচরণ পালিত হয়। তিনি বলেন যে নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ তৈরিকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে , তিনি ভার্জিনিয়ায় প্রতিষ্ঠিত এই মসজিদের ব্যাপারে সৌভাগ্যবশত সে রকম কোন প্রতিক্রিয়া পাননি , কোন রকম পরিবর্তন ও লক্ষ্য করেননি। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রে মুসলমানরা তাঁদের ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করছেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG