অ্যাকসেসিবিলিটি লিংক

ডনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে তিন দিন ব্যাপি অনুষ্ঠানের শুরু বৃহস্পতিবার বিকেলে


যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে তিন দিন ব্যাপি অনুষ্ঠান হচ্ছে, যার সূচনা আজ বৃহস্পতিবার বিকেল থেকেই।

ট্রাম্প এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর্লিংটন ন্যাশনাল সেমেটেরিতে পুষ্প স্তবক অর্পন করবেন। সেখানে চার লক্ষেরও বেশি সামরিক কর্মকর্তা এবং তাদের স্বজনদের সমাহিত করা হয়েছে।

ট্রাম্প তারপর লিংকন মেমোরিয়ালের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। ঐ অনুষ্ঠানে কান্ট্রি গান পরিবেশন করবেন টবি কিথ এবং লী গ্রীণউড। তাছাড়া রক মিউজিক ও পরিবেশন করা হবে।

আজ সন্ধ্যায় ট্রাম্প, পেন্স এবং অন্যান্য কর্মকর্তা ওয়াশিংটনের ইউনিয়ন স্টেশনে, নির্বাচনী অভিযানের দাতাদের সঙ্গে একটি ক্যান্ডেল লাইট ডিনারে যোগ দেবেন।

শুক্রবারই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে আসছেন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হোয়াইট হাউজে প্রবেশ করবেন ডনাল্ড ট্রাম্প।

আগামিকাল সকালে ওবামা এবং তাঁর স্ত্রীর সঙ্গে হোয়াইট হাউজে কফি পানে যোগ দেয়ার আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া একটি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। ঐতিহ্য অনুযায়ী বিদায়ী এবং আগত প্রেসিডেন্ট উভয়ই হোয়াইট হাউজ থেকে, ক্যাপিটল ভবনে যাবেন, ট্রাম্পের অভিষেক উপলক্ষে।

XS
SM
MD
LG