অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা চতুর্থ পারমাণবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনের উদ্ভোধন করবেন


টনকে টন উন্মুক্ত আনবিক বস্তু এখনো যথেষ্ট সুরক্ষিত নয় এবং বিদ্বেষপরায়ন উদ্দেশ্য নিয়ে সন্ত্রাসী বা অন্য কারো তা ব্যবহারের সম্ভাব্যতার মধ্যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে চলতি সপ্তাহে তার চতুর্থ এবং শেষ পারমাণবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনের উদ্ভোধন করবেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, যখন চরমপন্থী গ্রুপ গুলো দ্বারা পারমানবিক হামলার পরিমান নির্ধারন করা অসম্ভব, তখন বিশ্ব জুড়ে বিভিন্ন অসামরিক ও সামরিক কর্মসূচীতে দুই হাজার মেট্রিক টন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম এবং পৃথক প্লুটোনিয়াম রয়েছে।

প্রথমবারের মতো এই শীর্ষ সম্মেলনে একটি বিশেষ অধিবেশন অর্ন্তভুক্ত করা হয়েছে। যেখানে ইসলামিক স্টেটের মত কোন গ্রুপ যাতে পারমানবিক উপকরন না পায়, তা কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার এবং শুক্রবার আয়োজিত ঐ দ্বিবার্ষিক সম্মেলনে ৫০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা পারমাণবিক হুমকি এবং তাদের প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করবেন।

XS
SM
MD
LG