অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ন ভাষণ দিয়েছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিছুক্ষন আগে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ন ভাষণ দিয়েছেন । ভাষনে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য সবকিছু করা হচ্ছে বলে আশ্বাস্থ করেন ।

১৪ মিনিটের ঐ ভাষনে প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর হামলাকারীদের সঙ্গে বৃহৎ কোন সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ থাকার প্রমান এখনো পাওয়া যায়নি। তবে এফবিআই এখনোও তথ্য সংগ্রহের চেষ্টা করছে । তিনি বলেন—

“আমি দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সন্ত্রাসীদের দমনে অনুমতি দিয়েছি। কারন আমি জানি- তারা কতটা বিপদজনক । আমেরিকানদের নিরাপত্তার চেয়ে আমার বড় কোন দায়িত্ব নেই।“

প্রেসিডেন্ট ওবামা আবারো বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সন্ত্রাসী নেতারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে গ্রেফতার করবে। এবং আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র- সিরিয়ান এবং ইরাকের সেনাবাহিনীকে যন্ত্রপাতি এবং প্রশিক্ষন অব্যাহত রাখবে ।

তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন—

“বেশ কিছু পদক্ষেপ কংগ্রেসকে এখনই নিতে হবে। যাতে কেউ বন্দুক কিনতে না পারে –এমন নিশ্চয়তা তৈরী করার মধ্য দিয়ে শুরু করতে হবে । এটা জাতীয় নিরাপত্তার বিষয়। “

প্রেসিডেন্ট বারাকা ওবামা বলেন—আল-কায়দা ও আইএস এর ভ্রান্ত মতাদর্শ বাতিলের জন্য মুসলিম নেতাদের অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে হবে।

ওভাল অফিস থেকে এটা ছিল প্রেসিডেন্টের তৃতীয় ভাষণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন প্রেসিডেন্টরা কিছু বলতে চান তখনই তারা ওভাল অফিস ব্যবহার করেন । ওবামা সবশেষ ভাষণ দেন সেখান থেকে যখন তিনি ২০১০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ত্ৎপরতা অবসানের কথা ঘোষণা করেন।

বিস্তারিত আসছে ।

XS
SM
MD
LG