অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আমেরিকার পরিবহন বিমান বিধ্বস্ত ঃ ১১ জন নিহত


আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ বিমান বন্দরে আমেরিকার একটি সামরিক পরিবহন বিমান C- 130 বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়। শুক্রবার স্থানীয় সময় রাত বারোটারা পরপরই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ তারা তদন্ত করে দেখছে।

আফগানিস্তানের বাগড়ম বিমানঘাঁটির যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন ঐ দুর্ঘটনায় নিহত বিমানের ৬জন ক্রুই আমেরিকার সেনা সদস্য ছিলেন। নেটো’র রিসোলিউট সাপোর্ট মিশনের ৫জন অসামরিক কন্ট্রাক্টর বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।

তালিবান দাবী করছে যে তারা বিমানটি ভূপাতিত করেছে। তবে আমেরিকার বিমান বাহিনীর মেজর টনি ইউকম্যান তালিবানদের দাবী নাকচ করে দিয়েছেন।

চার ইঞ্জিন বিশিষ্ট C-130 হারকিউলিস বিমানটি তৈরী করেছে লখহিড মার্টিন।

নেটোর মতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কোয়ালিশন বাহিনীর অন্তত ১ হাজার সেনা অবস্থান করছেন যার মধ্যে আমেরিকা এবং পোলিশ সেনা রয়েছে এবং আফগান বাহিনীর অন্তত ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে।

XS
SM
MD
LG