অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমা নিক্ষেপে অন্তত ৯২ জন নিহত


আফগান কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সবচাইতে বিশাল বোমা বর্ষণে ইসলামিক ষ্টেট দলের সদস্যদের মৃতের সংখ্যা প্রায় ৩গুন বেড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন ঐ বিস্ফোরণে অন্তত ৯২ জন নিহত হয়েছে। শুক্রবার ৩৬ জনের প্রাণহানির কথা বলা হয়ে থাকলেও এই সংখ্যা আরও বাড়তে পারে।

ঐ আক্রমণে এখন পর্যন্ত কোন অসামরিক জনগণ অথবা সামরিক সদস্যদের মৃতের খবর পাওয়া যায়নি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংগে ঘনিষ্ঠ সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে। তবে ঘানির পূর্বসূরি ঐ আক্রমণের এবং আমেরিকারও তীব্র নিন্দা জানিয়েছেন।


১০ হাজার কিলোগ্রাম ওজনের GBU-43 বোমাটি এমওএবি নামে পরিচিত যাকেইংরেজিতে মাদার অব অল বোমস বলা হয়ে থাকে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের নাংগারহার প্রদেশে আইএসএর আস্তানায় মাটির নীচের কমপ্লেক্সে বোমা বর্ষণ করে।

XS
SM
MD
LG