অ্যাকসেসিবিলিটি লিংক

দুজন আমেরিকানের প্রাণ নাশের ঘটনায় প্রেসিডেণ্ট ওবামা আবারও তাঁর অনুশোচনার কথা বলেছেন


Obama Intelligence
Obama Intelligence

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের ফলে, দুজন আমেরিকানের প্রাণ বিনাশের ঘটনায় প্রেসিডেণ্ট বারাক ওবামা শুক্রবার আবারও তাঁর অনুশোচনার কথা বলেছেন। তিনি বলেছেন, যখন আমরা একজন আমেরিকানকে হারাই তখন আমাদের সবার রক্তক্ষরণ হয়।

ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের সদস্যদের সাথে কথা বলার সময় প্রেসিডেণ্ট ওবামা বলেন, ওয়ারেন এবং জিওভানির মৃত্যুর খবরটি মেনে নেয়া তাঁর জন্যে কঠিন। ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ১০ম বার্ষিকীতে বক্তব্য রাখার সময় তিনি ঐ কথা বলেন। তিনি বলেছেন, আমরা এই ধরনের ঘটনা হালকাভাবে নেই না।

আগের দিন প্রেসিডেণ্ট ওবামা, আফগান-পাকিস্তান সীমান্তে আল-কাইদার হাতে বন্দী ঐ দুই ব্যক্তির মৃত্যুর খবর দেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, জানুয়ারী ১৪ তারিখের চালকবিহীন ড্রোন হামলায় ঐ দুজন মারা যান।

XS
SM
MD
LG