অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় নিহত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের ডায়েরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র Philippe Reines বলছেন যে এটা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার যে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের নিহত রাষ্ট্রদূত ক্রিস্টফার স্টিভেন্সের পরিবারের আপত্তি সত্বেও সংবাদ চ্যানেল সি এন এন তার ডায়রির বিষয় বস্তুর ওপর প্রতিবেদন প্রচার করেছে।

সি এন এন শনিবার তার ওয়েবসাইটে বলে যে বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের ওপর ঐ মারনাঘাতের আগেই সন্ত্রাস বিষয়ে যে আশংকা এবং হুমকির বিষয়টি সি এন এন একাধিক সুত্র থেকে জানতে পারে , সেটি জানবার অধিকার জনগণের আছে। সি এন এন বলছে যে,তাদের কথায়, প্রধানত নিরাপত্তা বিহীন ঐ এলাকায় তারা ঐ ডায়রি মাটিতে পড়ে থাকতে দেখে।

তবে Reines বলছেন যে ঐ ডায়রী সম্বন্ধে কোন খবর না দেয়ার জন্যে স্টিভেন্সের পরিবারকে দেওয়া তাদের প্রতিশ্রূতি সি এন এন ভঙ্গ করেছে। তিনি আরও বলেন যে সি এন এন যে ঐ ব্যক্তিগত রোজনামচা সেখান থেকে পেয়েছে সেকথা কাউকে জানানোর আগেই তারা সেখানকার লেখার অনুলিপি তৈরি করে ফেলে।

সি এন এন বলছে যে তাদের এই তথ্যের কারণে , এই প্রশ্ন উঠছে যে রাষ্ট্রদূত স্টিভেন্সকে রক্ষা করতে পররাষ্ট্র দপ্তর পর্যাপ্ত ব্যবস্থা কেন নেয়নি।
XS
SM
MD
LG