অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় ইসলামিক ষ্টেটের প্রশিক্ষণ শিবিরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা


যুক্তরাষ্ট্র, শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলে তিউনিসিয়ার সীমান্তের কাছে ইসলামিক ষ্টেটের একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করেই প্রধানত বিমান আক্রমণ চালিয়েছে। ঐ আক্রমণে কয়েক ডজন জঙ্গি নিহত হয়।

ওয়াশিংটনের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে বিমান হামলায় সম্ভবত ইসলামিক ষ্টেটের শীর্ষ স্থানীয় কর্মী নৌরুদ্দিন চৌচানা নিহত হয়েছেন। গত বছর তিউনিসিয়ায় মারাত্মক যে দুটি সন্ত্রাসী হামলা হয় তার সংগে চৌচানা জড়িত ছিলন। রাজধানী তিউনিসের একটি মিউজিয়ামে এবং ঐ শহরের অদূরে একটি সমুদ্র সৈকতে হামলায় অন্তত ৬০ জন প্রাণ হারান। লিবিয়ার রাজধানী ত্রিপলির ৭৫ কিলোমিটার পশ্চিমে, ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চল সাব্রাহ’র অদূরে একটি খামার বাড়ি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। স্থানীয় খবরে বলা হয়েছে, সূর্য উঠার আগে হামলা শুরু হয় এবং ৪০ জনের মত নিহত হয়।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক আমেরিকার কর্মকর্তাদের মতে নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল ইসলামিক ষ্টেটের জঙ্গি।

XS
SM
MD
LG