অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ব্লগার হত্যার তদন্তে এফবিআই'র সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের


বাংলাদেশে কয়েকজন ব্লগার অনলাইন সক্রিয়বাদী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মার্ক টোনার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ব্লগার অনলাইন সক্রিয়বাদীদের হত্যার পূর্ণাঙ্গ তদন্ত এবং নিহতের পরিবারকে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন ।

মার্ক টোনার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্লগার অনলাইন সক্রিয়বাদীদের হত্যার তদন্তে সহযোগিতার লক্ষ্যে এফবিআই-এর সহায়তা দেয়ার জন্য প্রস্তাব দিয়েছে ।

সাম্প্রতিক ঘটনার পেছনে আল-কায়েদার হাত রয়েছে। এসব হামলা ভয়াবহ, বললেন মার্ক টোনার । এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের কথা পুনঃব্যক্ত করে বলেন, যেসব ব্লগার-অনলাইন সক্রিয়বাদী নিশ্চিত ঝুঁকির মুখে রয়েছেন, তাদের মানবিক আশ্রয় দেয়ার বিষয়টি একটি উপায় হতে পারে । ঢাকা থেকে আমীর খসরু ।

XS
SM
MD
LG