অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা ঘানাকে ২-১ গোলে হারিয়ে দিল



২০১৪, বিশ্বকাপের বল গড়িয়ে চলেছে ব্রাজিলের মাঠে মাঠে।

সোমবারের তৃতীয় এবং শেষ উত্তজনাকর খেলা হয় যুক্তরাষ্ট্র এবং ঘানার মধ্যে। খেলা শুরুর মাত্র ২৯ সেকেন্ডের মাথায় প্রথম গোলটি করে যুক্তরাষ্ট্র দলের ক্যাপ্টেন ক্লিন্ট ডেমসী। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হবার মাত্র কয়েক মিনিট আগে দ্বিতীয় গোলটি করে আমেরিকা ঘানাকে ২-১ গোলে হারিয়ে দেয়।

২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় ঘানার কাছে হেরে যাওয়ার শোধ তুলে নিল এবার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলে খেলছে এবার নিয়ে ১০বার।

দ্বিতীয় খেলাটি হয় ইরান এবং নাইজেরিয়ার মধ্যে। খেলাটি গোল শূন্য ভাবে ড্র হয়। ২০১২ বিশ্বকাপ ফুটবলে এটাই প্রথম ড্র।

সোমবার তিনটি ম্যাচের মধ্যে আকর্ষণীয় ছিল ইওরোপের দুই দুর্ধর্ষ দল জার্মানী আর পর্তূগালের খেলা। ১২, ৪৫ আর ৭৮ মিনিটে গোল করে ২০১৪ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করলো তিনবারের বিশ্বকাপ জয়ী দল জার্মানীর টমাস ম্যুলার।
XS
SM
MD
LG