অ্যাকসেসিবিলিটি লিংক

সেনেট প্রতিনিধি পরিষদের আইন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সরকার বন্ধ হওয়ার সম্ভাবনা আসন্ন


যুক্তরাষ্ট্র সেনেট প্রতিনিধি পরিষদের ব্যয় বিষয়ে আইন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই আইন প্রস্তাবে প্রেসিডন্ট বারাক ওবামার উল্লেখযোগ্য স্বাস্থ্য পরিষেবা আইন বিলম্বিত করা হতো। এর ফলে সরকার বন্ধ হওয়ার সম্ভাবনা আরও নিশ্চিত বলে মনে হচ্ছে।

ব্যয় বিল থেকে স্বাস্থ্য পরিসষেবা বিলম্ব তুলে নেওয়া হয় এবং সেনেট ৫৪-৪৬ ভোটে তা অনুমোদন করে। বিলটিকে প্রতিনিধি পরিষদে ফেরত পাঠানো হয়। সোমবার মধ্যরাতের আগে প্রতিনিধি পরিষদ তা অনুমোদন না করলে যুক্তরাষ্ট্র সরকার সবচাইতে প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সরকারের অন্যান্য কাজ কর্ম বন্ধ করে দেবে।
XS
SM
MD
LG