অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট বিষয়ে আইন প্রনেতাদের সংগে বৈঠক



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হয়াইট হাউজে আজ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের শীর্ষ আইন প্রনেতাদের সংগে বৈঠক করেন। তিনি আইন প্রনেতারা যে ব্যাপক বাজেট সংকোচন ঠেকাতে পারছেন না তাকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

তিনি যুক্তরাষ্ট্রে শুক্রবার দিন শেষে বাধ্যতা মূলক বাজেট সংকোচন কার্যকর করার যে সিদ্ধান্ত রয়েছে তা কি ভাবে এড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

এই বৈঠকটিকে প্রতিকী হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সেনেটে বাধ্যতা মূলক বাজেট সংকোচন এড়াণোর জন্য ভিন্ন বিল পাশ হয়নি।
শুক্রবার শেষ সময় সীমা পার হবার পর ৮হাজার ৫০ কোটি ডলার বাধ্যতা মূলক সংকোচন অপরিহার্য্য হয়ে পরবে।

প্রেসিডেন্ট ওবামা বলেন কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে তার একটি হচ্ছে সমারিক বিভাগে এই বিভাগের কর্মীদের হয়তো বাধ্যতা মূলক ভাবে কাজে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে এবং তারা কোন বেতন পাবে না। অবকাঠামোগত বড় বড় প্রকল্পের অর্থায়ণও বন্ধ হয়ে যাবে।
XS
SM
MD
LG