অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন


যুক্তরাষ্ট্রে নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় বাকি। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী, প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রমনির প্রতি যে সমর্থন তার মধ্যে পার্থক্য কম।
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম ম্যালোন দুই প্রার্থীর, তাদের প্রচার অভিযানের কলাকৌশল নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন।
পড়ে শোনাচ্ছেন শাগুফতা নাসরিন কুইন।
please wait

No media source currently available

0:00 0:03:42 0:00
সরাসরি লিংক

দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্কের পর উভয় প্রার্থী এই নির্বাচনী প্রচারের শেষ দিনগুলোতে কোন বিষয়ের উপর জোর দেবেন তার উপর মনোযোগ দিচ্ছেন।
মিট রমনি প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক রেকর্ডের তীব্র সমালোচনা করছেন।
তিনি বলেন “আমি জানি আমি দেশকে সঠিক পথে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমাদের তা মেনে নিতে হবে না।”
ওদিকে প্রেসিডেন্ট বলেন তিনি সবচাইতে অগ্রাধিকার দেন মধ্যবিত্ত আমেরিকানদের জীবন যাত্রার মান উন্নয়নে।
প্রেসিডেন্ট বলেন “কিন্তু আমি আরও মনে করি প্রতিটি মানুষের সমান সুযোগ পাওয়া প্রয়োজন। এবং প্রতিটি মানুষের উচিৎ তাদের যা কর্তব্য তা করা। প্রতিটি মানুষের একই নিয়ম বিধি মেনে চলা উচিৎ। সেভাবেই আমাদের অর্থনীতি গড়ে উঠেছে এবং সে ভাবেই আমরা বিশ্বের বৃহৎ এই মধ্যবিত্ত সমাজ গড়ে তুলেছি।”
ন্যাশানাল জার্নাল পত্রিকার বিশ্লষক অ্যালেক্স রোরটি বলেন এই নির্বাচনে প্রধান ইস্যু হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি।
রোরটি বলেন “বর্তমানে অর্থনীতির যে পরিস্থিতি, প্রেসিডেন্ট গোড়াতে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি করবেন ক্ষমতায় থাকাকালিন এবং যা তিনি সম্পন্ন করতে পারেননি সে বিষয়ে প্রেসিডেন্টকে সমালোচনা করার ব্যাপারে গভর্নর এখন খুব ভাল করছেন।”
বিশ্লেষকরা বলেন মিস্টার রমনি প্রথম বিতর্ক অনুষ্ঠানে অর্তনীতির বিষয়ে তার যুক্তি কার্যকর ভাবে উপস্থাপন করেন।
কিন্তু অধিকাংশ বিশ্লেষক বলছেন, দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামাই বেশি ভাল করেছেন।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লষক, সাংবাদিক ও কলম লেখক জুলস উইটকাভার সেই ১৯৫৬ সাল থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে লেখেন। তিনি বলেন, প্রেসিডেন্ট, দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে যে খুব ভাল করেছেন, তা, মিট রমনি যে এগিয়ে যাচ্ছিলেন তা কিছুটা স্থিমিত করেছে।
তিনি বলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রাটদের এবং হয়ত অন্যান্যদের আস্বস্ত করতে পেরেছেন।
তিনি হয়ত প্রথম বিতর্ক অনুষ্ঠান থেকে পুরোপুরি ফিরে আসতে পারেননি কিন্তু অবশ্যই অনেক ভাল করছেন।
আাগামী সোমবার ফ্লরিডায় প্রেসিডেন্ট বারাক ওবামা এবং গভর্নর মিট রমনি তাদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে যোগ দেবেন।
XS
SM
MD
LG