অ্যাকসেসিবিলিটি লিংক

চীন, বিতর্কীত দক্ষিন চীন সাগরে রণতরী পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ভাষায় ধিক্কার ব্যক্ত করেছে


চীন, বিতর্কীত দক্ষিন চীন সাগরের ক্ষুদ্র যে দ্বীপপুঞ্জ এবং শৈলশীরাকে নিজ ভূখন্ড বলে দাবী করে তারই কাছাকাছির দরিয়ায় যুক্তরাষ্ট্র তার একটি রণতরীকে পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ভাষায় ধিক্কার ব্যক্ত করেছে-বেজিংয়ের এ প্রতিক্রিয়ার জবাবে ওয়াশিংটন এ ধরনের আরো টহল অভিযাত্রা পরিচালনা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। বেজিংয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে- মঙ্গলবারের ঐ ঘটনা নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাক্স বকাসকে তলব করা হয়।চীনের ঐ বিতর্কীত ভূখন্ডগত দাবি দাওয়ার প্রতুত্তরে এটাই ছিলো যুক্তরাষ্ট্রের তরফের এযাবতকালের সবচেয়ে বলিষ্ঠ একটা চ্যালেঞ্জ।চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী ঝাং ইয়েসুই যেটাকে চীনের স্বার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থের প্রতি হূমকি বলে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের জনৈক কর্মকর্তা বলেছেন-যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর তরফে ঐ এলাকায় টহল অভিযান আরো চালানো হতে পারে।তাঁর নামোল্লেখ আমরা করবো না , এই শর্তে, ভয়েস অফ এ্যামেরিকাকে তিনি জানান- এটাই শেষ টহল অভিযান তেমনটি হবার নয়।

XS
SM
MD
LG