অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ায় চীন-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক


বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তি , যুক্তরাষ্ট্র এবং চীনের নেতারা শুক্রবার দিনের শেষে ক্যালিফোনিয়ায় দু দিনের বৈঠক শুরু করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর চীনা সহপক্ষ Xi Jinping, লস এঞ্জিলেসের কাছে সানিল্যান্ডস এ অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেন। মি ঝি ক্ষমতা গ্রহণের পর এটি ছিল এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এই আলোচনার আগে মি ওবামা দু দেশের মধ্যে উত্তেজনা সত্বেও সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অর্থনীতির নিয়ম মেনে চলার পক্ষে, যে নিয়মটা সবার জন্যে এক, যেখানে বানিজ্য অবাধ ও ন্যায্য এবং যেখানে যুক্তরাষ্ট্র ও চীন সাইবার নিরাপত্তা ও মেধাসত্বা রক্ষার ক্ষেত্রে একত্রে কাজ করতে পারে।


চীনা নেতা আশা করেন যে বৃহৎ রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এ দুটি দেশ নতুন মডেল তৈরি করতে পারবে। অনুমান করা হচ্ছে দুই নেতা চীনের কথিত সাইবার আক্রমণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং এশীয় প্রশান্তমহাসগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে চীনের উৎকন্ঠার ওপর আলোকপাত করবেন। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পন্যের সহজলভ্যতা এবং উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচিও তাঁদের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে।
XS
SM
MD
LG