অ্যাকসেসিবিলিটি লিংক

সমকামী ক্লাবে গুলি চালনার ঘটনায় ৫০জন নিহত, বহু মানুষ আহত, এফবিআই সন্ত্রাসী তৎপরতা বলে সন্দেহ করছে


রবিবার খুব ভোরে, ফ্লোরিডা রাজ্যের অর্ল্যান্ডতে একটি নৈশক্লাবে, এক বন্দুকধারী গুলি চালিয়ে ৫০জনকে হত্যা করে। আফগান বংশদ্ভুত আমেরিকার নাগরিক ওমার সিদ্দিকী মতিনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ ভবনটিতে চড়াও হয়ে ক্লাবের আটকে পড়া অতিথীদের উদ্ধার করে ও বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। আহত হয়েছে ৫৩ জন।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর এক কর্মকর্তা বলেন ব্যাপক হত্যাকান্ডের ওই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা বলে তদন্ত করা হচ্ছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ বিষয়ে অবহিত করেছেন সন্ত্রাস দমন ও অন্তর্বর্তী নিরাপত্তা উপদেষ্টারা।

সমকামী ওই ক্লাবের ফেসবুক পেজে মর্মান্তিক ওই ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। সেখানে রাত ২টোয় বলা হয সবাই আপনারা পাল্স ক্লাব থেকে বেরিয়ে যান এবং দৌড়োতে থাকুন।

এর আগে এফবিআই এর অ্যাসিসটেন্ট স্পেশাল এজেন্ট রনাল্ড হপার, ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে গুলি চালনার ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা, সেই প্রশ্নের জবাবে, বলেন তদন্ত সংস্থা এই ইঙ্গিত পেয়েছে যে ওই ব্যক্তির বিশেষ কোন মতাদর্শের দিকে আগ্রহ ছিল।

XS
SM
MD
LG