অ্যাকসেসিবিলিটি লিংক

অরল্যান্ডোর নৈশ ক্লাবে সন্ত্রাসী হামলায় নিহত অর্ধশত-জখম অর্ধ শতাধিক


যুক্তরাষ্ট্রের দক্ষিন পূর্ব উপকূলের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোর এক নৈশক্লাবে সন্ত্রাসী হামলায় কম হলেও ৫০ ব্যক্তি নিহত এবং অর্ধতাধিক লোক জখম হয়েছে বলে জানা গিয়েছে। এ হামলা হয় আজ রবিবার ভোরের বেলায় ঐ সমকামি-নৈশক্লাবে।হামলাকারি জন্মসূত্রে আফগানিস্তানের লোক-নাম ওমর সিদ্দিকী মতিন- যুক্তরাষ্ট্রের নাগরিক বলে সনাক্ত করা গিয়েছে। সারা বিশ্বজুড়ে যখন কিনা সমকামী,বাইসেক্সুয়াল এবং বৃহন্নলা বা হিজড়া সম্প্রদায়ের লোকজন এই জুনমাসটায় এককাট্রা হয়ে উৎসব পালনের,সহমর্মিতা ও সৌভ্রাতৃত্ব প্রকাশের মাস হিসেবে উদযাপন করছে ঠিক সে সময়টাতেই অরল্যান্ডো নৈশক্লাবের মর্মান্তিক এ ঘটনা সংঘটিত হলো। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামাকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি তাঁর নিরাপত্তা উপদেষ্ট ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ-আলোচনা করছেন- ঘটনার পরিপুর্ণ উদ্ঘাটন নিমিত্ত ঘটনা প্রবাহপানে মনোযোগ নিবদ্ধ রাখা হচ্ছে। ঘটনা সম্পর্কে অরল্যান্ডো নিবাসী এবং উইসকানসিন য়ুনিভার্সিটির সাবেক রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক- রৌয বুশ প্রফেসার ডক্টর যিল্লুর রহমান খানের সঙ্গে ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বলেন সরকার কবীরুদ্দীন।

please wait
Embed

No media source currently available

0:00 0:06:14 0:00

XS
SM
MD
LG