অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রাইমিয়ায় রুশ পরিচালিত নির্বাচনের নিন্দে জানিয়েছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র বলছে যে রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়ায় রাশিয়ার পরিচালিত সংসদ নির্বাচনের ফলাফলকে তারা স্বীকৃতি দেবে না।

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জন কারবি এক বিবৃতিতে বলেন , “ ক্রাইমিয়ার ব্যাপারে আমাদের অবস্থান একদম পরিষ্কার ; ঐ উপদ্বীপটি ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া যে পর্যন্ত না ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতে প্রত্যাবর্তন করে সে পর্যন্ত এ বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

কারবি আরও বলেন, আমরা ক্রাইমিয়ার মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীর ভাবে উদ্বিগ্ন , যার মধ্যে রয়েছে তাতার সম্প্রদায়ের জাতিগোষ্ঠিগত মর্যাদা এবং গুম হয়ে যাওয়া লোকজন ও মানবাধিকার লংঘনের ব্যাপক সব রিপোর্ট।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন বলেছেন এই নির্বাচন সম্পুর্ণ অবৈধ এবং তিনি ক্রাইমিয়ায় বিপুল সংখ্যক রুশ সৈন্যের উপস্থিতিতে উদ্বিগ্ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন যে সেখানকার গণভোটের আগে তার সৈন্যরা কৃষ্ণ সাগরের ঐ উপদ্বীপে প্রবেশ করেছিল কিন্তু তিনি বার বার এ কথা অস্বীকার করে আসছেন যে পুর্ব ইউক্রেনে মস্কো পন্থি বিদ্রোহের কারণে ২০১৪ সালে সাল থেকে প্রায় দশ হাজার লোকের প্রাণহানি ঘটেছে।

XS
SM
MD
LG