অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা ও ক্যাস্ট্র আজ হাভানায় বৈঠক করছেন


প্রেসিডেন্ট ওবামা ও রাউল ক্যাস্ট্র
প্রেসিডেন্ট ওবামা ও রাউল ক্যাস্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হাভানায় আজ সোমবার, কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রের সঙ্গে বৈঠক করছেন। আশা করা হচ্ছে যে দুই নেতা সম্পর্ক স্বাভাবিক করার বিভিন্ন পন্থা এবং মানবাধিকারের মত বিষয়ে যা নিয়ে মত পার্থক্য আছে, তা নিয়ে আলোচনা করবেন।

প্রেসিডেন্ট ওবামা তার তিন দিনের সফরের দ্বিতীয় দিন শুরু করেন, Plaza of the Revolutionএ কিউবান স্বাধীনতার বীর নায়ক হোসে মার্টিরর স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করে।

এর পরে তিনি কাছাকাছি বিপ্লবি প্রাসাদে ক্যাস্ট্রর সঙ্গে বৈঠক করেন। প্রায় ৯০ বছরে তিনই প্রথম আমেরিকান ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি ওই দ্বীপ রাষ্ট্র সফরে গেলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখার জন্য, রবিবার হাভানার সর্বত্র জনগন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। উৎফুল্ল জনগন ওবামার নাম করে ধ্বনি দেন।

XS
SM
MD
LG