অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে গণতন্ত্র-মানবাধিকার বিষয়ে পার্থক্য রয়েছে: প্রেসিডেন্ট বারাক ওবামা


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্কের উন্নতির প্রশংসা করার সময় স্বীকার করেন যে, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো গুরুত্বপূর্ন পার্থক্য রয়েছে।

হাভানায়, ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যে আলোচনার পর, এই দুই নেতা যৌথ সংবাদিক সম্মেলনে মিলিত হন।

দুই নেতার বক্তব্যের পর কাস্ত্রো সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করতে সম্মত হন।

রাজবন্দীদের সম্পর্কে এক প্রশ্নের পরে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কাস্ত্রো। তিনি ঐ ধরনের বন্দীদের একটি তালিকা প্রদর্শন করার দাবি জানিয়ে বলেন, এক্ষেত্রে কিউবার অবস্থান হচ্ছে ঐ ধরনের কোন বন্দী নাই।

এর আগে, প্রেসিডেন্ট ওবামা তার তিন দিনের সফরের দ্বিতীয় দিন শুরু করেন, ‘প্লাজা অফ দ্যা রেভিউলেশনে’ কিউবান স্বাধীনতার বীর নায়ক হোজে মারটি’র স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ করা মধ্য দিয়ে। এসময় তিনি অতিথি বইয়ে লেখেন, হোজে মারটি নিজ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। তাই তার প্রতি শ্রদ্ধা জানানো সম্মানের।

এর পরে তিনি কাছাকাছি বিপ্লবি প্রাসাদে ক্যাস্ট্রর সঙ্গে বৈঠক করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখার জন্য, রবিবার হাভানার সর্বত্র জনগন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। উৎফুল্ল জনগন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম করে ধ্বনি দেন।

XS
SM
MD
LG