অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ও কিউবার প্রেসিডেণ্ট রাউল ক্যাস্ট্র শনিবার পানামায় দেখা করবেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেণ্ট রাউল ক্যাস্ট্র শনিবার দেখা করবেন। পানামায় আমেরিকা সম্মেলন চলাকালে সাইডলাইনে তাঁরা বৈঠক করবেন।

১৯৫৬ সালের পর এই প্রথম দুদেশের নেতারা দেখা করছেন। গত বছর ডিসেম্বরে তাঁরা এই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

শুক্রবার বিকেলে সম্মেলনের উদ্বোধনীতে মিঃ ওবামা এবং মিঃ ক্যাস্ট্র হাত মেলান। কয়েক দশকের বৈরীতার পর এই ঘটনা প্রতীকী অর্থেও ব্যাপক।

ওদিকে, কিউবা এবং আমেরিকার কর্মকর্তারা জনিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট ক্যাস্ট্রর সংগে টেলিফোনে এরই মধ্যে কথা বলেছেন।

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন মিঃ ওবামা জামাইকা এবং পানামার উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগেই বুধবার কিউবার প্রেসিডেন্টের সংগে কথা বলেন।

XS
SM
MD
LG