অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র অর্থনীতির মন্দা কালীন প্রণোদনা কমানো হতে পারে ফেডারেল রিযার্ভের সিদ্ধান্তে


যুক্তরাষ্ট্রে , অর্থনিতিবীদেরা তাঁদের আঁচ অনুমান নির্ভর ভবিষদ্বানীতে বলছেন – ২ হাজার ন’য়ের মন্দার গহ্বর থেকে অর্থনিতিকে টেনে তুলতে – উজ্জিবীত করতে প্রণোদনার যেসব সুযোগ সুবিধে দেওয়া হয়েছিলো সেসব এখন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিযার্ভের নিতি নির্ধারকেরা হ্রাস করার উদ্যোগ নিতে চলেছেন ।
অর্থনিতিতে আরো বেশি নগত অর্থের প্রবাহ সঞ্চালন করতে প্রতি মাসে ঋণ পত্র ক্রয় বাবদে যে ৮ হাজার ৫ শ’ কোটি ডলার বরাদ্দ ছিলো যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ কর্তা ব্যক্তিরা আজ মঙ্গলবার সেটা ছাঁটাই করা হবে কিনা সে বাবদে সিদ্ধান্ত নেবেন । বিশিষ্ট অর্থনিতিবীদ জিম ও স্যালিভ্যান ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন – প্রতিমাসে ঐ ঋণপত্র এক হাজার কোটি ডলার পরিমান ছাঁটাই করা হবে বলে তিনি অনুমান করছেন ।
XS
SM
MD
LG