অ্যাকসেসিবিলিটি লিংক

অরল্যান্ডো হত্যাকান্ড নিয়ে আমেরিকার প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মন্তব্য


অরল্যান্ডো হত্যাকান্ডের যারা শিকার হন তাদের জন্য যারা প্রার্থনা করছেন এবং শোকবার্তা পাঠাচ্ছেন, তাদের মধ্যে আছেন আমেরিকার প্রধান প্রেসিডেন্ট পদপ্রার্থীরা।

ডেমোক্রাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারী ক্লিনটন 'সিএনএন' কে বলেছেন, "আমাদের দেশকে কথিত একক সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে হবে।” তিনি বলেন সন্ত্রাসবাদ ও অন্যান্য সহিংসতা মোকাবেলা করার জন্য আমেরিকানরা এক যোগে কাজ করতে পারবেন। তিনি আরও বলেন এই হুমকী মোকাবেলায় মুসলিমদের কাছে সহযোগিতা চাওয়া উচিত। তিনি বন্দুক কেনার ব্যাপারে সংস্কারের কথাও বলেন।

রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদ প্রার্থী ডনাল্ড ট্রাম্প 'সিএনএন' কে বলেছেন, “দেশে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের পরিস্থিতির অবনতি হবে কারণ নেতৃত্ব দুর্বল।" তিনি পুনরায় এই আহ্বান জানান যে সিরিয়ান শরনার্থীদের আমেরিকায় আসা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন মুসলমানদের মধ্যে সন্দেহভাজনদের বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে হবে। তিনি বন্দুক রাখার বিষয়ে তার সমর্থন ব্যক্ত করেন।

XS
SM
MD
LG