অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নতুন নেতা, সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন


America Votes
America Votes

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নতুন নেতা, আইন পাশ করার বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা অবশ্য স্বীকার করেন যে তারা সব সময় একমত হবেন না।

রিপাবলিকানরা ২০০৭ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর, বুধবার ডেমোক্রাটিক দলীয় প্রেসিডেন্ট বলেন তিনি এ বিষয়ে নিশ্চিত যে বিভাজিত আমেরিকান রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে একমত হতে পারবেন।

প্রেসিডেন্ট বলেন "রিপাবলিকানদের যদি কোন বিশেষ প্রস্তাব থাকে যেটা আমি মনে করি, সাধারণ আমেরিকানদের জীবন যাত্রার মান উন্নত করবে, এবং সেই প্রস্তাব কোন ডেমোক্রাট দেননি বরং রিপাবলিকানরা দিয়েছেন, সেটা আমার জন্য অপ্রাসঙ্গিক। আমি দেখতে চাই কোন জিনিষটা কার্যকর হবে।"

ইতিমধ্যে সেনেটের সংখ্যাগিষ্ঠ নেতা হবেন বলে ধরে নেওয়া হচ্ছে, কেনটাকির মিচ ম্যাককনেল, তিনি বলেন তিনি মি ওবামার সঙ্গে কাজ করবেন আন্তর্জাতিক বানিজ্য চুক্তি ও কর সংস্কারের ব্যাপারে।

তিনি বলেন "অনেক মানুষ আছেন যারা মনে করেন বিভাজিত সরকার থাকলে তার মানে এই নয় আপনারা কিছু অর্জন করতে পারবেন না।"

XS
SM
MD
LG