অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও অর্থনীতির প্রভাব


বিশ্বের যে কোনো দেশের যে কোনো নির্বাচনেই বলা যায় অর্থনীতি একটা ভুমিকা পালন করে অবশ্যই । যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছেও এ অর্থনীতি বিশেষ তাত্পর্য রাখে । এবারের ৬ নভেম্বরের নির্বাচনেও অর্থনীতির গুরুত্ব অনেক । আগামিকাল মঙ্গলবার দু’ই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে টাউন হল ফরম্যাটে নিউ ইয়র্কের হেম্পস্স্টেইডে যে বিতর্ক-আলোচনা হবে তাতে মুলত: পররাষ্ট্র নীতি ও অভ্যন্তরিন বিষয়াবলি আলোচীত হবার কথা থাকলেও মনে করা হচ্ছে অর্থনীতিও কান টানলে মাথা আসের মতো এসেই যাবে । বিষয়টি নিয়ে স্প্রিংফিল্ডের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসার বাকের আহমেদ সিদ্দিকির সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait

No media source currently available

0:00 0:03:37 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG