অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নির্বাচন: আজ সোমবার ইলেক্টোরাল কলেজ বানির্বাচক মন্ডলি ভোট দেবে


Electoral College
Electoral College

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজ সোমবার আনুষ্ঠানিক ভাবে নির্ধারিত হবে। আজ ইলেক্টোরাল কলেজ বা নির্বাচক মন্ডলী ভোট দেবেন। ধনকুবের ডনাল্ড ট্রাম্প দেশের পঁয়তাল্লিশ তম প্রেসিডেন্ট হবেন বলেই মনে করা হচ্ছে।

নভেম্বার মাসের গোড়া থেকেই আমেরিকানরা জানেন যে ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর তিনিই ক্ষমতা নেবেন। তবে যুরাষ্ট্রের নির্বাচন, পপুলার বা সাধারণ ভোটে নির্ধারিত হয় না। বরং তা হয় ৫০টি রাজ্যের এবং রাজধানী ওয়াশিংটন ডিসির ইলেক্টোরাল কলেজ ভোটে।

যে প্রতিদ্বন্দ্বী সাধারণ ভোটে জয়ী হন তিনিই সেই রাজ্যের ইলেক্টোরাল কলেজের সব ভোট পাবেন। আজ ৫৩৮ জন ইলেক্টর ভোট দেবেন।

XS
SM
MD
LG