অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানে সেনা প্রেরণের আহ্বানঃ জাতিসংঘ মহাসচিবের




জাতিসংঘ মহাসচিব বান কি মুন দক্ষি্ণ সুদানে সাধারণ মানুষের সুরক্ষার জন্য অতি সত্বর সাড়ে পাঁচ হাজার শান্তিরক্ষী সেনা প্রেরণের জন্য নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছেন

দক্ষিণ সুদানে জাতীগোষ্ঠিগত ক্রমবর্ধমান সহিংসতা শান্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে।

দক্ষিণ সুদানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সোমবার দক্ষিণ সুদানের প্রেসিডেণ্ট সিলভা কিরের সংগে বৈঠক করেন। বৈঠককে ষ্পস্ট এনং খোলাখুলি আলোচনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মিঃ বোথ টেলিফোনে সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট কির শসস্ত্র সহিংসতা শেষ করার লক্ষ্যে তিনি তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সংগে আলোচনায় বসতে রাজি আছেন।

মিঃ কির ডিংকা জাতি গোষ্ঠীর। তিনি বলেন সামরিক অভ্যুত্থানের ব্যার্থ চেষ্টার পর থেকে লড়াই শুরু হয় এবং এর জন্য দায়ী নুয়ের জাতিগোষ্ঠীর সাবেক ভাইস প্রেসিডেন্ট মাচার।

মির কির ১৬ই ডিসাম্বর সামরিক অভ্যুথানের চেষ্টা চালানোর জন্য মাচারের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সহিংসতায় এ পর্যন্ত শত শত মানুষ প্রান হারিয়েছে এবং ৬০ হাজারের ওপরে বাস্তুচ্যুত হয়েছে।
XS
SM
MD
LG