অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয়ার পারমানবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দূতের আঞ্চলিক আলোচনা সফর


যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বসওয়ার্থের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের আলাপ আরোচনা
যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বসওয়ার্থের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের আলাপ আরোচনা

যুক্তরাষ্ট্রের একটি কুটনৈতিক টিম , উত্তর কেরিয়ার পারমানবিক কর্মসূচি সম্পর্কে সম্প্রতি প্রাপ্ত বিস্ময়কর কিছু তথ্য নিয়ে আলোচনার জন্যে জাপান পৌছেছেন

এই প্রতিনিধিদলের প্রধান স্টিভেন বসওয়ার্থ আজ দিনে আরো আগের দিকে বলেন যে তিনি উত্তর কোরিয়ার , তার কথায়, উস্কানিমূলক তৎপরতায় হতাশ হয়েছেন। তবে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই পিয়ংইয়ং সরকারের উচ্চাভিলাষ সম্পর্কে আবগত আছে এবং এটা কোন সং্কট নয়। তিনি আরো বলেন যে এটা স্পষ্টই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ১৮৭৪ এর পরিপন্থি । এটি সেপ্টেম্বর ২০০৫ সালের যৌথ বিবৃতিতে ব্যক্ত উত্তর কোরিয়ার প্রতিশ্রুতিরও পরিপন্থি। এবং তারা আমাদের এবং ছপক্ষীয় আলোচনার অন্যান্য শরিক দেশহগুলোকে যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তার ও লংঘন।

উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত বসওয়ার্থকে আরো সাতজব কুটনীতিসহ ঐ অঞ্চলে পাঠানো হয় যখন আমেরিকার পারমানবিক বিশেষজ্ঞরা জানান যে তারা উত্তর কোরিয়ায় এক হাজার সেন্ট্রিফিউজের ও বেশি ক্ষমতাসম্পন্ন , সর্বাধুনিক ইউরেনিয়াম পরিশোধন স্থাপনা দেখেছেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG