অ্যাকসেসিবিলিটি লিংক

ওলান্দ এবং ওবামা তাদের আসন্ন আলোচনায় ইসলামিক স্টেট ও সিরিয়ার উপর মনযোগ দেবেন


Obama NATO France
Obama NATO France

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণের জন্য এবং সিরিয়ার গৃহযুদ্ধের একটা রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে চাপ দেওয়ার জন্য, তিনি বেশ কয়েকটি দেশে সফরে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র তার মধ্যে একটি।

White House এর সূত্রে বলা হয় দুই নেতা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের উপর বিমান হামলা চালাচ্ছে।

মান বহর ওই প্রচেষ্টার একটা অংশ। কর্মকর্তারা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন আরও তৎপরতার মধ্যে অবশ্য সিরিয়ায় স্থল বাহিনী পাঠানোর বিকল্প অন্তর্ভুক্ত থাকবে না। ওলান্দ, সোমবার বলেছেন তার সামরিক বাহিনী সিরিয়ায় বিমান আক্রমণ অভিযান আরও জোরদার করবে।

XS
SM
MD
LG