অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধিনায়কের বিরূদ্ধে অভিযোগের তদন্ত শুরূ


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর , আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধিনায়ক জেনারেল জন এ্যালেনের ব্যাপারে , এক মহিলার সঙ্গে তাঁর অসঙ্গত যোগাযোগের অভিযোগটি তদন্ত করে দেখছে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র প্রধাণ কর্তাব্যক্তি ডেইভিড পেট্রিয়াস যে কেলেংকারির কারণে পদত্যাগে বাধ্য হন সেই ঘটনার সঙ্গে এই মহিলার সংশ্লিষ্টতা ছিলো । প্রতিরক্ষা দফতরের পদস্থ এক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন – ২ হাজার দশ ও ২ হাজার বারো মধ্যবর্তি সময়ে জেনারেল এ্যালেন এবং ঐ মহিলা , যাঁর নাম জিল কেলী , দুয়ের মধ্যে ২০ হাজার থেকে নিয়ে ৩০ হাজার পৃষ্ঠার ই-মেইল বার্তা বিনিময় হয় এবং সেসব এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে ।
ঐসব বার্তার ধরণ-প্রকৃতি সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু তিনি বলেন নি – তবে বলা হয়েছে যে পেট্রিয়াস তদন্তের সঙ্গে এর যোগসূত্রীতার স্পষ্ট সম্ভাবনা রয়েছে । জিল কেলী পেট্রিয়াসের বান্ধবী এবং এই মহিলাই , পেট্রিয়াসের সম্পর্ক ছিলো যাঁর সঙ্গে এবং যে সম্পর্কের কারণে শেষমেষ গেলো শুক্রবার বাধ্য হয়ে তাঁকে পদত্যাগ করতে হয় , সেই নারী তাঁকে হূমকিধামকি দিয়ে ই-মেইল পাঠিয়েছেন বলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI-এর কাছে অভিযোগ করেছিলেন । ঘটনায় জেনারেল এ্যালেনের সংশ্লিষ্টতার বিষয়টি FBI প্রতিরক্ষা দফতরের কাছে উত্থাপন করে রবিবারে এবং প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা ঘটনা সম্পর্কে তদন্তের জন্যে পেন্টাগনের inspector general-কে সেইমতো নির্দেশ দেন ।
অসঙ্গত কিছু করার কথা জেনারেল এ্যালেন অস্বীকার করেছেন এবং তদন্ত চলতে থাকা অবস্থাতে আফগানিস্তানে সর্বময় কতৃত্ব সম্পন্ন তাঁর পদাধিকার পূর্ববতই বহাল রইবে ।
XS
SM
MD
LG